ডাক বাংলা সাহিত্য একাডেমি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিউজ২৪লাইন:

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারের মঞ্চে ডাক বাংলা সাহিত্য একাডেমী,র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ দ্বি-পর্বে অনুষ্ঠানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে দেশ-বিদেশের খ্যাতিমান বরেণ্য কবি লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক ও গুণীজনদের উপস্থিতিতে মুখরিত ছিল মিলনায়তন।১ম_পর্ব
প্রধান অতিথি হিসাবে-
জনাব, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী
যুগ্ম মহাসচিব,
মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডারস ফোরাম।

উদ্বোধন মোঃ শিহাব রিফাত আলম
জাগ্রত মহানায়ক, কবি ও সংগঠক।
প্রধান আলোচক জেনারেল ড. মোঃ জামাল উদ্দিন ফকির
উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ফিলিপাইন।
বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন এবিএম সোহেল রশিদ, কবি ও অভিনেতা,
প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, কবি ও কথাসাহিত্যিক,
লায়ন ছিদ্দিকুর রহমান, কবি ও সংগঠক।
বিশেষ অতিথি ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম, কবি, কথা সাহিত্যিক ও কলাম লেখক,
কৃষিবিদ ডা. আব্দুল হাকিম, কবি ও সংগঠক,
কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম শামীম, কবি ও
কথাসাহিত্যিক, মোঃ সায়দুল হক, কবি ও ছড়াকার।
আলোচনায় আরো বক্তব্য রাখেন জহিরুল হক বিদ্যুৎ,
কবি ও আবৃত্তিশিল্পী। তানিয়া পারভীন তামান্না এশিয়ার সাহিত্য অঙ্গনের একজন কিংবদন্তি, ব্যাবস্হাপনা পরিচালক মাষ্টার কিচেন বাই তানিয়া তামান্না, নারী উদ্যোক্তা, রন্ধন শিল্পী, রান্না প্রশিক্ষক, কবি, লেখক, আবৃত্তি শিল্পী, টিভি প্রোগ্রামার এবং ট্রেইনি শেফ ইন্টারকন্টিনেন্টাল হোটেল এন্ড রিসোর্ট (এক্স শেরাটন হোটেল) ঢাকা।

উপস্থিত ছিলেন ডক্টর মাহবুবুর রহমান এডিটর দ্যা গ্লোবাল ন্যাশন নিউজ পেপার।

প্রধান অতিথি হিসাবে-
আ ক ম মোজাম্মেল হক এমপি
মাননীয় মন্ত্রী
মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়।

উদ্বোধক-জ্ঞান তাপস প্রাকৃতজ শামীম রুমি টিটন
কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা।

প্রধান আলোচক কবি মাহমুদুল হাসান নিজামী
কবি, গবেষক
সম্পাদক-
সভাপতি-জাতীয় কবিতা মঞ্চ।

বিমেষ অতিথি-ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন সাহিত্য অঙ্গনের প্রধান সেনাপতি, এশিয়া মহাদেশের বিখ্যাত লেখক, গবেষক কবি ও সংগঠক শামসুল হক বাবু এবং মঞ্চে ছিলেন এশিয়া মহাদেশের বিখ্যাত লেখক, গবেষক ও কবি জহিরুল বিদ্যুৎ।

সার্বিক তত্বাবধানে
শ ম দেলোয়ার জাহান কবি
সংগঠক ও গবেষক
প্রতিষ্ঠাতা সভাপতি ডাক বাংলা সাহিত্য একাডেমি।

উক্ত আয়োজনের প্রতিষ্ঠাতা শ ম দেলোয়ার জাহান, কবি, সংগঠক ও গবেষক এর
সঞ্চালনা করেন জাহানারা রেখা, কবি, শিক্ষক ও আবৃত্তিশিল্পী ও
বিবি ফাতেমা, কবি ও মানবাধিকার সংগঠক।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুদূর প্রবাসী (৫ম বার) গিনেস ওয়ার্ল্ড হোল্ডার রেকর্ডধারী ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাস,
চেয়ারম্যান, তবলা এন্ড ঢোল একাডেমি, লন্ডন।
কবি, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাহমুদুল হাসান নিজামী আলোচক হিসেবে বক্তব্য রাখেন
মোঃ মোসলেহ উদ্দিন, কবি ও সংগঠক, মোঃ আমিনুল ইসলাম, কবি ও সংগঠক, মোঃ মোশাররফ হোসেন মুছা, কবি, শিক্ষক, গবেষক ও সঙ্গীতশিল্পী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ, উপজেলা চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান,
কৃষিবিদ মাহবুব কবির তুষার, কবি ও সংগঠক,
মোঃ নুরুল আবছার ইমন, ইউপি চেয়ারম্যান, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান,
মোঃ বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক,
ড. মো. হাফিজুর রহমান লিটু, কবি, সংগঠক ও গবেষক,
কৃষিবিদ আব্দুস সালাম, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর,
মোঃ আশরাফুল ইসলাম রানা, কবি ও সংগঠক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কবি ও আবৃত্তিশিল্পী তাসনোভা তুশিন
এবং অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন ও বরণ করে নেন কবি, সংগঠক ও মানবাধিকার কর্মী বিবি ফাতেমা।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত কবি ও গুণিজনকে সম্মাননা স্মারক, পদক, সনদপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।
বেশ কয়েকজন গুণিজনেরা বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করেন। এছাড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ব্যারিস্টার পন্ডিত সুদর্শন দাসের নিকট হতে লন্ডন হতে বিশেষ সম্মাননায় সনদ ও মেডেল পেয়ে ভূষিত হলে ডাক বাংলার সাহিত্য একাডেমি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান ও নির্বাহী সভাপতি বিবি ফাতেমা।
সঞ্চালনায় ছিলেন জাহানারা রেখা, কবি, শিক্ষক ও আবৃত্তি শিল্পী
এবং তাসনোভা তুশিন, কবি ও সংগঠক।
পরিশেষে সভাপতি শ ম দেলোয়ার জাহান অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন