ঘুষ চাওয়ায় অফিসে বিষাক্ত ৪০টি সাপ ছেড়ে দিলেন কৃষক

আন্তর্জাতিক ডেস্ক :
নিউজ২৪লাইন:
এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে কৃষক রঞ্জন কুমার সিংহ ভূমি অফিসে তার জমি জমার কাগজপত্র ঠিক করার জন্য ঘোরাঘুরি করতে থাকেন ভূমি অফিসাররা টাকা ছাড়া কাজ করতে চাচ্ছেন না।
ঠিক তখনই রঞ্জন কুমার সিংহ গর্তে গর্তে অতিষ্ঠ হয়ে যান পকেটের টাকা না থাকায় কাগজপত্র ঠিক করতে পারছিলেন না এরপরে রঞ্জন কুমার সেন গ্রামে যে অন্যান্য কৃষকের সাথে পরামর্শ করেন সাপুরিয়া থেকে ৪০ টি বিষধর সাপ নিয়ে আসেন সবগুলো বাহিরে রেখে রঞ্জন কুমার সেন আবার ভূমি অফিসে ঢুকবেন এবং তার কাগজপত্র ঠিক করে দেওয়ার জন্য অফিসারদেরকে রিকোয়েস্ট করেন এবারও অফিস তারা তাকে ধমকানো শুরু করে এবং টাকা নিয়ে আসতে বলেন তোমার সিন বাহিরে চলে যান থেকে এসে দরজা বন্ধ করে দেন ৪০ টি সাপ ওই অফিস রুমে ছেড়ে দেন এরপরে সমস্ত কর্মচারীরা ঝাঁপ শুরু করে এবং প্রতিশ্রুতি দেন তারা ঘুষ ঘুষ আর নেবেন না কারও কাছ থেকে রঞ্জন কুমার শীল ওই বিষধর সাপ গুলো তার ব্যাগের ভিতর ভরে নেন এই নিয়ে পুরো ভারতে হৈচৈ শুরু হয়ে যায়। ভরে নেন
পাঠক আপনার মতামত দিন