জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো ইএমএস ব্যাডমিন্টন টুর্নামেন্টে -২০২২

নিউজ২৪লাইন:
গাজীপুর থেকে বিশেষ প্রতিনিধি :- ইব্রাহিম রাজু:

করোনার কারনে দীর্ঘ ২ বছর বিরতির পরে গত ০১-০২-২০২২ তারিখে উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে শুরু হয়েছিলো ইএমএস ব্যাডমিন্টন টুর্নামেন্টে -২০২২
এবারের আসরে মোট নয়টি দল অংশগ্রহণ করেন
দল গুলো হলো সুপার বয়েস,ব্ল্যাক এন্ড হোয়াইট,ব্রাইট স্টার, ফ্লায়িং গ্রাভিটি, পুষ্পা, দ্য লিডার্স,টাইগার্স, গ্রীন পাওয়ার এবং মুড টারটেলস।লটারির মাধ্যমে নয়টি দলকে চারটি ভাগ করে তিনটি গ্রুপ (A,B,C) করা হয়।

তিন গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ান গ্রীন পাওয়ার,টাইগার্স, মুড টারটেলস এবং পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা সুপার বয়েস সেমিফাইনাল নিশ্চিত করে। গত ২০ তারিখে সেমিফাইনাল খেলার মাধ্যমে ফাইনাল নিশ্চিত করে টিম সুপার বয়েস এবং মুড টারটেলস।রবিবার রাতে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় মুড টারটেলস টিমকে(আল-খালিদ+রুবেল) পরাজিত করে সুপার বয়েস টিম (হাবিব+আরিফ) চ্যাম্পিয়ান হয়।

প্রধান অতিথি এবং ফাইনাল খেলা উদ্বোধন করেন,জনাব সালমান ফারুকী(ডিরেক্টর ইএমএস এ্যাপারেলস লিমিটেড)।

জমকালো আতশবাজির পরে চ্যাম্পিয়ান টিম (সুপার বয়েস) এবং রানার্স আপ (মুড টারটেলস) টিমের হাতে ট্রফি তুলে দেন মাহবুবুর রহমান সহ-ব্যবস্থাপক এইচ আর এডমিন,মোঃ আশরাফ হোসাইন সহ-ব্যবস্থাপক অডিট, মোঃজহির উদ্দিন(শাহিন) সিনিয়র এক্সিকিউটিভ এইচ আর এডমিন এবং মোঃ আনোয়ার হোসেন (শাহীন)সিনিয়র এক্সিকিউটিভ এক্সসরিজ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রুম্মন ও রাকিব সহকারী ছিলেন আহমদ উল্লাহ(সানি)এবং মোশাররফ।ফেইসবুক লাইভে ছিলেন শাওন এবং নানক।

উল্লেখ্য, ‘মালিক-শ্রমিক বিভেদ নাই!কাজের পরে খেলতে যাই!!’এ স্লোগানে ২০১৯ সালে মাল্টিফ্যাবস লিমিটেড এবং ইএমএস অ্যাপারেলস লিমিটেড এর যৌথ উদ্যোগে শুরু হয় শীতকালীন এ টুর্নামেন্ট।
স্পন্সর: মরিশাস ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড

Spread the love

পাঠক আপনার মতামত দিন