ভেদরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের কাজে বাধা দেয়ায় ১ জনকে কারাদণ্ড

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি
মাননীয় প্রাধানমন্ত্রীর অগ্রাধিকারের ভূমিহীন ঘৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের নির্মিত কাজে বাধা দেওয়ায় কামাল বেপারী(৪০) নামে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে মাগন বেপারী কান্দির বাসিন্দা মফিজুল বেপারীর ছেলে।
শনিবার বেলা ১ টার সময় উপজেলার চরসেনসাস ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাগন বেপারীর কান্দি থেকে তাকে আটক করা হয়। পরে সখিপুর থানায় ভ্রাম্যমাণ আদালত পারিচালনা করে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
জানা যায়, মাননীয় প্রাধানমন্ত্রীর অগ্রাধিকারের ভূমিহীন ঘৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের চতুর্থ পর্যায়ের নির্মিত কাজের বালু ভরাট কাজে বাধা দিয়ে আসছিলো কামাল বেপারী। এবং সরকারিভাবে বালু উত্তোলনের ড্রেজারের পাইপ ফেঙ্গে ফেলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার ভূমি ইমামুল হাফিজ নাদিমের উপস্থিতিতে তাকে আটক করেন সখিপুর থানা পুলিশ।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মাননীয় প্রাধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পের ৪র্থ পর্যায়ের নির্মিত ঘরের জায়গায় বালু ভরাটের চলমান কাজ বন্ধ করে রেখেছে এক প্রভাবশালী ব্যক্তি কামাল বেপারী। খবর পেয়ে আমি ও এসিল্যান্ড সেখানে গিয়ে তাকে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত পারিচালনা করে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এভাবে সরকারী কাজে বাধা দেয়া কখনোই সমীচীন নয়।
পাঠক আপনার মতামত দিন