আজ ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস এবং উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আরো বলেন, এই উপজেলা ভবনের কর্মকর্তা কর্মচারীদের কাছে ভেদরগঞ্জ উপজেলার সর্ব সাধারণের পূর্নসেবা নিশ্চিত করতে হবে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমরা শপথ নিচ্ছি, সব বীর মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে তাদের এ ষড়যন্ত্র রুখে দেবো।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য হাজী নাহিম রাজ্জাক এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে আওয়ামী লীগ সরকার সবসময়ই কাজ করেছে ও করছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যরা যখন ক্ষমতায় ছিল তখন শুধু লুটপাট করেছে।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এইর১৪ বছরে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের উন্নয়ন করেছেন।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আঃলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাপিজ নাদিম, ভেদরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার হাজী আব্দুল মান্নান রাড়ী, প্রমূখ।
পাঠক আপনার মতামত দিন