মিরকাদিমের প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিরকে সন্মাননা প্রধান

নিউজ২৪লাইন:

স্টাফ রিপোর্টার – মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আক্তার কে সন্মাননা প্রধান করেন ৩১/০১/২৩ইং সমীকরণ আর্দশ সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান স্মাট বিনির্মাণের শেখ হাসিনা শীর্ষক আলোচনার সভা শীতবস্ত্র বিতরণ ও সমাজ সেবায় আবদনের স্বীকৃতি স্বরূপ বেস্ট এচিভমেন্ট এ্যাওয়্যার্ড -২০২৩ হতে তুলে দিন।

স্মাট বাংলাদেশ বিনির্মাণের শেখ হাসিনা শীর্ষক আলোচনার সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাননীয় বিচার পতি এস,এম মজিবুর রহমান, অতিরিক্ত সচিব বস্তু ওপাট শিল্প মন্ত্রনালয় ডঃ শেখ রেজাউল ইসলাম সহ আরো গন্যমান্যব্যক্তি বৃন্দ প্রমুখ।

সন্মাননা পেয়ে আসমা আক্তার তিনি বলেন,এই সন্মাননা আমার বাবা,মা আত্মীয়স্বজন ও মিরকাদিম পৌর বাসীর তথা মুন্সিগঞ্জ বাসীর দোয়া ও আল্লাহ পাকের রহমতের এ সন্মাননা আমি পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সততার, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি। এবং ধন্যবাদ জানাই সমীকরণে চেয়ারম্যান মাসুদ রানা ও মিরকাদিম পৌরবাসীকে মানবতার জয় হোক।

Spread the love

পাঠক আপনার মতামত দিন