শরীয়তপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় টেইলার্স কর্মীর মৃত্যু, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন

নিউজ২৪লাইন:
ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে টেইলার্স কর্মী জিহাদ সরকার (১৩) এর মৃত্যু হয়েছে। এসময় গাড়িচালক রাকিব বেপারী(১৫) গুরুত্ব আহত হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ)রাত ১১ টার সময় জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া টু মালবাজার সড়কে দঃতারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ সরকার (১৩) উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান স্টেশন, সরকার কান্দি গ্রামের বাসিন্দা ইমান হোসেন সরকারের ছেলে। আহত রাকিব (১৫) ঐ এলাকার বাসিন্দা শাহজাহান বেপারীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, জিহাদ সরকার ও রাকিব সরকার তারা দুইজন উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজারের সোলেমান বেপারীর টেইলার্সের দোকানের কর্মী ছিলো। আজ তারাবির নামাজের পরে তারা দোকানদার সোলেমনের মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়৷ পরে দঃতারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন দর্জির বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে জিহাদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর মোটরসাইকেল চালক রাকিবের পা ভেঙ্গে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা খবর শুনে রাত সাড়ে এগারোটার সময় ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে জিহাদ সরকারের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আর মোটরসাইকেল চালক রাকিবকে শুনেছি আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে৷ এ বিষয় কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।
পাঠক আপনার মতামত দিন