শরীয়তপুরের শৌলপাড়ায় মাহিন্দ্রা চাপায় কৃষক নিহত

নিউজ২৪লাইন:

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়ায় মাহিন্দ্রা চাপায় আমীর হোসেন দোকানদার (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০মে) রাত ৮টার দিকে সদর উপজেলার শৌলপাড়া থেকে গঙ্গানগর রুটে উত্তর শৌলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমীর হোসেন দোকানদার শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের উত্তর শৌলপাড়া গ্রামে মৃত হাসেম দোকানদার এর ছেলে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার আলমগীর বেপারী।

স্থানীয় ফটিক বেপারী বলেন, রাত ৮ দিকে ওই রুটে মাহিন্দ্রা মাটি নিয়ে যাওয়ার সময় আমীর হোসেন দোকানদার তখন রাস্তার পাশে ছিলেন। পরে মাহিন্দ্রা পিছনের চাকায় চাঁপা পরে আমীর হোসেন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমীর হোসেন বাড়ীর সামনে রাস্তার পাশে পেসাব করার জন্য বসে এবং সেই সময় রুট দিয়ে মাহিন্দ্রা মাটি নিয়ে যাওয়ার সময় পিছনের চাকায় চাঁপা পরেন। পরে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার সময় কোটাপাড়া এলাকায় মৃত্যু হয়।

এব্যাপারে পালং মডেল থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, আমি ঘটনাটি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন