বাবার মৃত্যুর দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব :
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাবা সোহরাব সরদারের (৭০) মৃত্যুর সংবাদ শুনে তাকে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ছেলে সোলাইমান সরদারের (৩৮)। সোমবার (৫ জুন) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া মহা-সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলাইমান সরদার (৩৮) নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দনি গ্রামের সোহরাব সরদারের ছেলে।
স্থানূয়দের কাছ থেকে জানাযায়, নিহত সোলাইমান সরদারের বাবা সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (৫ জুন) দুপুর ১ টার সময় সোহরাব সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবার মৃত্যুর সংবাদ শুনে বাবাকে দেখতে শরীয়তপুর সদর হাসপাতালের দিকে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় পিছন থেকে ছুটে আসা দ্রুত গতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লামিয়া তাকে মৃত ঘোষনা করেন । পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালক কে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এসে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক আপনার মতামত দিন