অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকতে হবে’ জেলা প্রসাশক পারভেজ হাসান

নিউজ২৪লাইন:
আমান আহমেদ সজিব :শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জেলা প্রশাসক বলেন, আমাদের এ স্বাধীন দেশ আমাদেরই স্বাধীনতা ধরে রাখতে হবে। এক শ্রেণীর অসাধু মানুষজন আছে যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন। এ সকল মানুষদের থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ড্যামুডা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
তিনি আরো বলেন, সারা পৃথিবী নানান কারনে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে। সে তুলনায় আমাদের উন্নয়ন অগ্রযাত্রা স্বাভাবিক রযেছে। আমাদের দেশে কেউ যেন অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। অপরিকল্পিত বসতি গড়ে ওঠার কারণে কৃষি জমি, জলাভূমি নষ্ট হচ্ছে। কিন্তু, ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে– প্রকৃতি, কৃষি জমি, জলাভূমি সংরক্ষণ করা দরকার। অপরিকল্পিত উন্নয়নের ধারা যদি চলতে দেওয়া হয়– তাহলে কৃষি জমি, নদী, জলাভূমি নষ্ট হতেই থাকবে।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইয়াদুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান গণ।
পাঠক আপনার মতামত দিন