জাজিরা টিএনটি মোড় হতে নড়িয়া পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামছু খান সড়ক এর শুভ উদ্ভোদন

নিউজ২৪লাইন:
মেহেদী হাসান হৃদয়
শরীয়তপুর (জাজিরা)
আজ ১২ নভেম্বর রোজ রবিবার বিকালে জাজিরা টিএনটি মোড় হতে নড়িয়া পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসু খাঁন সড়কের শুভ উদ্ভোদন করেন শরিয়তপুর ১ আসেন এমপি জননেতা জনাব ইকবাল হোসেন অপুর
এসময় এখানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জমির উদ্দিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এছাড়া ও আরো উপস্থিত ছিলেন জাজিরার বিভিন্ন নেতা কর্মরা
এই শুভ উদ্ভোদনে জনাব ইকবাল হোসেন অপুর সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা হাত ধরে আজ আমরা একটা আধুনিক শরিয়তপুরে পেয়েছি
এই রাস্তা টি আজ উদ্বোধন করলাম এটা ছাড়া ও আরো যতগুলো রাস্তা বেহাল অবস্থায় পরে আছে খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ গুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ
এই সময় তিনি আরো বলেন আমি যদি আবারও এমপি হওয়ার সুযোগ পাই তা হলে শরিয়তপুর কে আমি একটি আধুনিক শরিয়তপুরে রুপান্তরিত করবো জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের কোনো বিকল্প নেই
আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি আশা করি এই ভাবেই আমরা এগিয়ে যাবো বহু দূর
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিন জনগণের পাশে দাঁড়ানো সুযোগ করে দিন।
ইকবাল হোসেন অপুর (এমপি )
শরীয়তপুর ১
পাঠক আপনার মতামত দিন