মাওলানা আজহারীকে বিপজ্জনক তালিকায় দিয়ে সরিয়ে নিল ফেসবুক

নিউজ২৪লাইন:

ইসলাম ডেস্ক- বরেণ্য ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে নটিফিকেশনে পাঠিয়ে ‘বিপজ্জনক’ তালিকায় অন্তর্ভূক্ত করে আবার সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

 

গত শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে ‘উগ্র’ ও ‘বিপজ্জনক’ উল্লেখ করে নোটিফিকেশন পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরের দিন শনিবার (১৯ ডিসেম্বর) সেই নোটিফিকেশন প্রত্যাহার করে নেয় তারা।

এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন আজহারী। ওই সময়ে তিনি ভক্তদের কাছে সমাধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন।

 

জানা গিয়েছিলো ফেসবুক পলিসি পরিবর্তন করার কারণে বিড়ম্বনায় পড়েছিলেন তিনি।

 

ওই সময়ে তিনি জানিয়েছিলেন, তার পেজের রিচ একেবারেই কমে গেছে। বিভিন্ন জায়গা থেকে তার ভক্তরা তার স্ট্যাটাস পাচ্ছেন না বলে অভিযোগ আসছিলো। এমনকি সি-ফার্স্ট করে রাখার পরেও তার স্ট্যাটাস পৌঁছাচ্ছিলো না ভক্তদের কাছে। সেজন্য মিজানুর রহমান আজহারী এর সমাধান চেয়েছিলেন। কী করলে রিচ আগের অবস্থায় ফিরতে জানতে চেয়েছিলেন শুভাকাঙ্খীদের কাছে।

 

 

Spread the love

পাঠক আপনার মতামত দিন