দেশি-বিদেশি ফুল গাছের দেখা মেলে ঢাকার রাস্তায় অহরহ

নিউজ২৪লাইন:
মুহিদুল ইসলাম পান্না ; স্টাফ রিপোর্টার

চেরী,কাঠগোলাপ,নাগচম্পা,মাধবিলতা, সন্ধামালতী,দুপরুমনি,অ্যাডোনিয়াম, বেলী,বাগানবিলাস ইত্যাদি শত শত প্রজাতির ফুল গাছের বিস্তার ছড়িয়ে যাচ্ছে ঢাকা শহরে। এমনকি বনসাই এর ও দেখা মেলে ঢাকার রাস্তায়। লক্ষ লক্ষ টাকা দামের এক একটি বনসাই এর দেখা মূলত বৃক্ষমেলায় দেখা স্বাভাবিক হলেও এখন দেখা যাচ্ছে ঢাকার রাস্তার পাশে। এছাড়া দেশীয় ফুলগাছের পাশাপাশি বনফুল ল্যান্টেনা ও মুগ্ধ করছে মানুষকে। কাটিং,গ্রাফটিং এর মাধ্যে সংকরায়ন করা হচ্ছে ফুল গাছগুলোকে। তাছাড়া ডাবল পোর্টার ফুল ও তৈরি হচ্ছে নার্সারীতে। বর্তমানে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গুলোতেও নার্সারী গড়ে উঠছে অগনিত। এ থেকে এ কথা স্পষ্ট যে ফুলের মুগ্ধতা দিন দিন ছড়িয়ে পড়ছে মানুষের মনে। এছাড়া এখাতে ব্যবসা করে উদ্যেগতা রা ও হতে পারে স্বাবলম্বী। ফুলের সৌন্দর্য মুগ্ধ করুক প্রতিটি মানুষকে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন