২২বছরের কলেজে ছাত্রকে বিয়েকরে নিজের জীবন দিয়ে সমাপ্তি ঘটালেন কলেজ শিক্ষিকা খাইরুন নাহার” মরদেহ উদ্ধার

নিউজ২৪লাইন:

নাটোরে নিজের থেকে ২০বছরের ছোট কলেজ ছাত্রের সাথে প্রেম করে বিয়ে করা  সেই  কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের মরদেহ উদ্বার উদ্ধার করেছে পুলিশ।

বিয়ের আট মাসের মাথায় রোববার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বামী মামুনের দাবি, শনিবার সকালে ফজরের নামাজ পড়ে মামুন বাড়িতে ঢুকে দরজায় নক করেন। কিন্ত তাতে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে এসে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন খাইরুন নাহার।

 

এদিকে ওই ভাড়া বাসার দারোয়ান নিজাম উদ্দিন নিউজ২৪লাইন ডটকম, কে জানান  ‘রাত ১১টায় বাসায় ঢোকেন মামুন। আবার আড়াইটার দিকে বের হন। এ সময় কেন বের হচ্ছে জানতে চাইলে মামুন বলেন, ওষুধ কিনতে যাচ্ছেন। পরে সকাল ৬টায় মামুন আবার ফিরে আসেন। এরপর তিনি আমাকে ডাকেন। আমি চার তলায় গিয়ে দেখি লাশ সিলিং ফ্যান থেকে নামান।

ভবনের বাসিন্দা ও এলাকা বাশিরা জানান

রোববার ভোরে স্বামী মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানায় তার স্ত্রী খায়রুন নাহার শেষ রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। লোকজন তার বাসায় গিয়ে খায়রুন নাহারের মরদেহ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। তারা মামুনকে বাসার মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়।

Spread the love

পাঠক আপনার মতামত দিন