ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়ন পরিষদএর সাবেক চেয়ারম্যান” মীর মামুন এর কবর যিয়ারত করলেন” নাহিম রাজ্জাক এম পি

আমান আহমেদ সজীব 

নিউজ২৪লাইন:

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ছয়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ_সম্পাদক মীর মামুন এর কবর যিয়ারত করেন শরীয়তপুর ৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এমপি।

এসয় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীদের গের নেতা কমী সহ,  ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোলা ও ছয়গাঁ ইউনিয়ন আওয়ামীদের নেতা কমীগন উপস্থিত ছিলেন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন