ডামুড্যা শিশু লামিয়া হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল

নিউজ২৪লাইন:
ডামুড্যা থেকে:
২০সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাদ মাগরিব উত্তর ডামুড্যা বকুল তলা একটি পুকুর থেকে লাশটা উদ্ধার হয়, উজ্জ্বল ফকির নামের এক বখাটে লামিয়া নামের ৬ বছরের এক শিশুকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে খাঁন বাড়ির পার্শ্বে নির্জন এক বাগানে নিয়ে মেয়েটিকে হত্যা করে।হত্যার খবর পেয়ে ডামুড্যা থানা থেকে পুলিশ এসে তার বাড়ি থেকে আসামী কে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বাচ্চাটির লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর লাশ আজ তার পিতা মাতার নিকট ফেরত দেওয়া হয়। গতকাল বাদ আসর শিশুটির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ দাফন করা হয়। এলাকার জনগন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন। শিশুটির পিতার নাম মোঃ হাবিবুর রহমান বেপারী । তার চা ও পানের দোকান ডামুড্যা মুসলিম হাইস্কুল রোডের ঠিক পূর্ব পার্শ্বে বাজারে অবস্থিত।
Spread the love
পাঠক আপনার মতামত দিন