ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২২ উদযাপন

টিটুল মোল্লা,,
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয় । ২৮ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসক চত্বর এলাকা হতে একটি র্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আশেকুল হক।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার,অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার,সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ রেজভী জামান,এনডিসি জনাব মোঃ আশিকুর রহমান, জেলা সুপার মোঃ আল মামুন,আনসার ভিডিপি কমান্ডার নাদিরা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনায় বক্তারা সাধারণ জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিৎ করতে সরকারী বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তিদেরকে আরও সদয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও তারা সাধারণ জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে প্রচার প্রচারণার প্রতি গুরুত্ব আরোপ করেন।
পাঠক আপনার মতামত দিন