আপেল মাহমুদ সভাপতি,আফতাবুল করিম মেনন সাধারন সম্পাদক

নিউজ২৪লাইন:
শরীয়তপুর প্রতিনিধিll
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় (১৯ নভেম্বর)
আপেল মাহমুদ সভাপতি, আফতাবুল করিম মেনন সাধারন সম্পাদক ও নাজমুল হাসান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ (আনিস-রবিউল) ভেদরগঞ্জ উপজেলা, শরীয়তপুর শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হলররুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিএমখালি চরচান্দা উকিল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ সরদারের সভাপতিত্বে ১১ জন নির্বাচক মন্ডলী তাদের ভোট প্রয়োগ করেন। সভায় উপস্থিত নির্বাচক মন্ডলীদের সম্মতিতে গৈড্যা বোর্ড মডেল সরঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপেল মাহমুদকে সভাপতি ও দক্ষিণ গৈড্যা রাড়ী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় সাধারণ সম্পাদক পদে সমন্বয় না হওয়ায় ভোটের মাধ্যমে ইকরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাবুল করিম মেনন সর্বোচ্চ ভোটে শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে উপস্থিত ছিলেন আক্তার হোসেন (অব. প্র.শি), মো. সালাহ্উদ্দিন,সিরাজুল হক সুজল,অলি বেপারী, আনোয়ার হোসেন,আব্দুর রহিম সিকদার,সবুজ মজুমদার,প্রদ্যুৎ দেবনাথ,আব্দুর রহিম ও আবু তাহের প্রমুখ।নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক আফতাবুল করিম মেনন বলেন, আমার এ জয় উপজেলার সকল সাধারণ শিক্ষকের জয়। শিক্ষকদের স্বার্থে সর্বদা কাজ করার পাশাপাশি ভেদরগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সচেষ্ট থাকবো। নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন শিক্ষা প্রশাসন ও প্রধান শিক্ষকদের সাথে সমন্বয়ের মাধ্যমে সহকারী শিক্ষকদের দাবি আদায়ে সকলকে নিয়ে একত্রে কাজ করব। পরে বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ, ভেদরগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠণ করা হয়।
পাঠক আপনার মতামত দিন