পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের উপনির্বাচনে চলছে ইভিএমে ভোটগ্রহন

নিউজ২৪লাইনঃ

ইয়ামিন কাদের নিলয়
বিশেষ প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের ০২ ওয়ার্ডের উপনির্বাচনে চলছে ইভিএম-এ ভোটগ্রহণ কার্যক্রম। বৃহস্পতিবার (২৯-ডিসেম্বর) সকাল সারে ৮টা থেকে ২ নং ওয়ার্ডের একটি কেন্দ্রে প্রথমবারের মত ইভিএম মেশিনে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। এসময় উৎসব মুখর পরিবেশে ভোটারদের ভোট প্রদান করতে দেখা যায়। বেলা ১২টা পর্যন্ত প্রায় ৩৫% ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা ইদ্রিস তালুকদার।
জানা যায় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
এছাড়া সকালে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনী পরিস্থিতি অবজারভেশন করেন।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, সকাল থেকে আমরা কেন্দ্রে নিয়মিত টহল দিয়ে যাচ্ছি। যেখানেই একটু ভিড় দেখি, সেখান থেকে লোকজন সরিয়ে দিচ্ছি। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজোয়ানুল হক জানান, সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Spread the love

পাঠক আপনার মতামত দিন