ফরিদপুরে তীর্থে যাওয়া যাত্রী নিয়ে রোড ডিভাইডারের সাথে বাসের ধাক্কা'”নিহত ১,-আহত ৩

মো:টিটুল মোল্লা,,ফরিদপুর।।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা নামক স্থানে শনিবার দিবাগত রাতে ঢাকা মাগুরা মহাসড়কের পাট বাজারের পাশে পূর্বাশা পরিবহন -“ঢাকা মেট্রো ব’ ১৫-৪১০৭”বাসটি তীর্থ যাত্রীদের নিয়ে সীতাকুণ্ড থেকে ঝিনাইদহর দিকে যাওয়ার পথে রোড ডিভাইডার এর সাথে ধাক্কা লেগে বৈদ্যুতিক খুঁটির সাথে গাড়ি আটকে যায়।এ সময় ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়।
নিহত বাসের ড্রাইভারের নাম,পল্লব ঘোষ (৪৫), পিতা- কানাই ঘোষ , সাং- বিষখালী বাজার, থানা-ঝিনাইদাহ সদর ,জেলা ঝিনাইদহ।
আহতরা হলেন সাগর আহমেদ (২২), পিতা- ইয়াকুব আলী ,সাং- শিবনগর, থানা- কালিগঞ্জ ,জেলা ঝিনাইদহ।”পুশি রানী (৪০), স্বামী- অসীম কুমার,
সাং- ভবানীপুর, থানা- হরিণাকন্ড, জেলা ঝিনাইদহ ,
বাসন্তী রানী (৫০), স্বামী- প্রদীপ কুমার, সাং- হরিনাকুণ্ড ,থানা- হরিণাকুণ্ড , জেলা ঝিনাইদাহ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে মধুখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে রাস্তা থেকে গাড়ি সরিয়ে যান চলাচলা স্বাভাবিক রাখে এবং মৃত ড্রাইভার পল্লব এর লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক আপনার মতামত দিন