ফরিদপুর র‌্যাব -১০ কতৃক ১১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি  সেলিম মিয়া গ্রেফতার

মো:টিটুল মোল্লা,, ফরিদপুর।। 

১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাতক আসামী সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

আজ শুক্রবার মাঝ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানাধীন জেলখানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার সালথা থানার মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১১ বছরের কারাদন্ডের সাজা এবং ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সেলিম মিয়া (৫০), পিতা-মৃত আবুল বাশার মিয়া, সাং-ভাওয়াল, থানা-সালথা, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন