ফরিদপুরে ফ্যাক্ট-চেকিং‌ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো:টিটুল মোল্লা,ফরিদপুর।। 

ফরিদপুরে ফ্যাক্ট-চেকিং বিষয়ক শীর্ষক এক কর্মশালা ফরিদপুর প্রেসক্লাবে আজ রবিবার সকাল ১০টায় লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে ফরিদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ‌মিডিয়ার ‌১০ জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য ও “৭১ টেলিভিশন” এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম টিটো।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ‌ সিসিডি বাংলাদেশ। সহযোগিতা ছিল ‌ ইন্টার নিউজ।‌

Spread the love

পাঠক আপনার মতামত দিন