কানাইপুরে শামিম হক ফ্যান্স ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত

টিটুল মোল্লা,,ফরিদপুর।
ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়নে শামিম হক ফ্যান্স ক্লাবের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর বুধবার বিকালে কানাইপুর বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শামিম হক ফ্যান্স ক্লাব কানাইপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি সাকিব আহমেদ সেকেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন শামিম হক ফ্যান্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও কোতয়ালী থানা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু। এ সময় শামিম হক ফ্যান্স ক্লাব কানাইপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সাধারন সম্পাদক এ.এস.এম. আসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মিনু, সাধারন সম্পাদক সাইফুল আলম কামাল, শামিম হক ফ্যান্স ক্লাবের কোতয়ালী থানা শাখার সভাপতি রিজন মোল্যা, সাধারন সম্পাদক সোমা ইসলাম রেনু প্রমুখ। সভায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক এর বিভিন্ন সেবামুলক কাজের কথা তুলে ধরে বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামীম হককে ফরিদপুর ০৩ আসনের নৌকার মনোনয়ন দেওয়ার কথা তুলে ধরেন। তারা বলেন শামিম হক ফ্যানস ক্লাব একটি রাজনৈতি সংগঠন না, এটি একজন মানুষের শুভাকাঙ্খি বা তার প্রতি ভালোবাসার বহি:প্রকাশ মাত্র। ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হকের বিভিন্ন সেবামুলক কাজের সম্মান জানিয়ে তার শুভাকাঙ্খিরা এই শামিম হক ফ্যানস ক্লাবে সমবেত হয়েছেন। উপস্থিত বক্তারা আওয়ামীলীগের তৃণমুল পর্যায়ে একনিষ্ঠ কর্মি দাবি করে বলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগ অতিতের চেয়ে বর্তমান সভাপতির নেতৃত্বে বেশি শক্তিশালি ও সুসংগঠিত। এ ছাড়াও তিনি অসহায় মানুষের পাশে থেকে তাদের দু:খ দুর্দশা দুর করতে সর্বদা সচেষ্ট রয়েছেন, যা ইতিমধ্যে ফরিদপুর বাসীর চোঁখে পরেছে। তাই আওয়ামীলীগ সভানেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে আগামী সংসদ নির্বাচনে শামীম হককে ফরিদপুর ০৩ আসনের নৌকার মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তৃণমুল আওয়ামীলীগের এ নেতৃবৃন্দরা। এ সময় শামিম হক ফ্যান্স ক্লাবের অন্যান্য সদস্যগনসহ আওয়ামীলীগ ও তার অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে শামিম হক ফ্যান্স ক্লাব ৯ নং কানাইপুর ইউনিয়ন শাখা কমিটির নাম প্রকাশ ও তাদের পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
পাঠক আপনার মতামত দিন