ফরিদপুরে পার্কিং-এ থাকা বাসে গভীর রাতে অগ্নিসংযোগ

মো:টিটুল মোল্লা,,ফরিদপুর।।

ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট নতুন বাসষ্টান্ডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

জানা যায় (১২ই)নভেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক তিন’টার দিকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা জনৈক মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন (A.H SUPER-সাউদিয়া,যার নম্বর-ফরিদপুর- ব-১১- ০০২৪ ) এর পেছনের জানালা ভেঙে গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।পরবর্তীতে উক্ত বাসের হেলপার দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও জেলা পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি অবহিত করলে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

উক্ত অগ্নিকাণ্ডে বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে গিয়ে আনুমানিক প্রায় ৮-১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসে অগ্নিকাণ্ডের ঘটনাটি চলমান অবরোধকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টির করার লক্ষ্যে উক্ত ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করা হয়।।

Spread the love

পাঠক আপনার মতামত দিন