আবদুল আলী সিকদার বংশের ২১তম ইছালে ছওয়াব মাহফিল ১৪ ডিসেম্বর

খালেদ শহীদ,রামু;

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠির সংগঠন ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ২১তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেচুয়াপালং এলাকাস্থ জাফর আলী সিকদার প্রজন্ম’র মরহুম নজরুল ইসলাম সিকদারের গৃহাঙ্গনে এ ইছালে ছওয়াব মাহফিল আয়োজন করা হবে। এ উপলক্ষে গতকাল শনিবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টায় উকিল মেহের আলী বাড়িতে অনুষ্ঠিত সংগঠনের জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সভাপতি সার্জেন্ট (অব:) মাহমুদুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচকের বক্তৃতা করেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আবুল মনসুর।
সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়। ২১তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে অংশগ্রহণ ফি জনপ্রতি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইছালে ছওয়াব মাহফিল সফল আয়োজনের লক্ষ্যে সামর্থ্যানুযায়ী নির্ধারিত ফির অধিক দেয়ার জন্যেও অনুরোধ জানানো হয়।

এড. তানভীর শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তৃতা করেন, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র সহ-সভাপতি মুহাম্মদ আলী হায়দার, যুগ্ম-সম্পাদক ডা. এম এন আবদুল গফুর, মোজাম্মেল হক সিকদার, রুস্তম আলী সিকদার প্রজন্ম কমিটির আহ্বায়ক এড. মো. ইছহাক শাহরিয়ার নিক্সন, সদস্য রেজাউল করিম চৌধুরী, এহছানুল করিম চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবু তাহের, জাফর আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন সিকদার, শমশের আলী সিকদার প্রজন্ম সদস্য মো. আনোয়ার উল ইসলাম সিকদার, মাস্টার আলী আহমদ সিকদার, জব্বার আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো. আবদুল্লাহ ফারুক, হোছন আলী সিকদার প্রজন্ম কমিটির সদস্য মোর্শেদুল আলম, হায়দার সিকদার প্রজন্ম কমিটির সদস্য মো. আমীর উদ্দিন চৌধুরী, নুরুল আবরার প্রমুখ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন