রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে রামু যুব একাদশ জয়ী।

নিজস্ব প্রতিবেদক, রামু :

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে রামু যুব একাদশ। বুধবার (২৪ মার্চ) অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে কুতুবদিয়া ক্রীড়া পরিষদকে হারিয়েছে রামু যুব একাদশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রামুতে অনুষ্ঠিত হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন, কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

বুধবার বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ষষ্ঠ দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির খেলা ব্যবস্থাপনা সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু জানান, রামুর সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের পরিচালনায় রামুতে অনুষ্ঠিত হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে। কক্সবাজার জেলার রামু, উখিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও কক্সবাজার সদর উপজেলার ১৬টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

খেলার নির্ধারিত সময়ে খেলা গোল শূণ্যভাবে শেষ হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে রামু যুব একাদশের কাজে পরাজিত হয়, কুতুবদিয়া ক্রীড়া পরিষদ। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে টানটান উত্তেজনাপূর্ণ খেলা দর্শকদের আন্দোলিত করেছে। খেলা পরিচালনায় শফিউল আলম রেফারী, রোস্তম আলী সৈকত, সুমন দে ও কামরুল আহসান সোহেল সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সুশান্ত পাল বাচ্চু। খেলায় ধারাভাষ্যে ছিলেন, বেলাল আজম হেলালী।

রামু যুব একাদশ : রানা বড়ুয়া (গোলরক্ষক), ভূ ভূ মারমা (অধিনায়ক), মো. শাকিল, মো. আরিফ, ছোটন, রাসেল, রানা-২, এ্যাবিল (নাইজেরিয়ান খেলোয়াড়), আয়াত উল্লাহ, জাহেদুল ইসলাম রবিন, মো. দিদার। দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, গুঞ্জন বড়ুয়া, মিঠুন বড়ুয়া, রিসাত, আজাদ, রাকিব, নুরু, ডেবিট।

কুতুবদিয়া ক্রীড়া পরিষদ : আইয়ুব খান (গোলরক্ষক), আকতার হোসেন (অধিনায়ক), মামুনুল ইসলাম, মিনহাজ, মিল্টন, মোহাম্মদ আইয়ুব, সাদ্দাম হোসেন, রিদুয়ান, নেছার উদ্দিন, নেয়ামত উল্লাহ, মিজবাহ, আকতার হোসেন। দলে অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, মোজাহিদ, শাহেদ, সালাউদ্দিন, তৌহিদ।

বুধবার (২৫ মার্চ)  রামু ষ্টেডিয়ামে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের সপ্তম দিনে মুখোমুখি হবে ‘রামু ফুটবল ট্রেনিং সেন্টার’ বনাম ‘মহেশখালী ফুটবল ক্লাব।

Spread the love

পাঠক আপনার মতামত দিন