দেশে আংশিক লকডাউন চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক;

খুব বেশি যেখানে সংক্রমণ, করোনার বিস্তার রোধে সেখানে আংশিক লকডাউন দিতে সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, করোনার ঊর্ধ্বমুখী বিস্তার ঠেকাতে পিকনিক ও বিনোদন কেন্দ্র বন্ধ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। বিয়ে-শাদী ও সামাজিক কর্মকাণ্ড সীমিত করার কথাও বলেন জাহিদ মালেক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, মোবাইল কোর্ট জোরদারের পাশাপাশি অফিস আদালতে লোক সমাগম কম রাখার বিষয়েও বিশেষজ্ঞরা মত দিয়েছেন। করোনার রোগীর চাপে হাসপাতালে বেড সংকটের পাশাপাশি আইসিইউগুলো পরিপূর্ণ রয়েছে বলেও জানান মন্ত্রী জাহিদ মালেক।

Spread the love

পাঠক আপনার মতামত দিন