কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

আবদুল কাদের মীর্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাচালক আলাউদ্দিন হত্যায় আবদুল কাদের মির্জাসহ ১৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে শুনানি শেষে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মোছলে উদ্দিন মিজান এ আদেশ দেন।

অভিযোগকারীর আইনজীবী হারুন অর রশিদ হাওলাদার জানান, বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান পিবিআইকে এই অভিযোগ তদন্তের আদেশ দেন।

হারুন অর রশিদ হাওলাদার জানান, গত ৯ মার্চ বসুরহাটে পৌর মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান চর ফকিরা ইউনিয়নের চরকালি গ্রামের যুবলীগ কর্মী আলাউদ্দিন।

পিবিআইকে আগামী ১ জুনের মধ্যে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ মৃত্যুর ঘটনায় থানায় আগে কোনো মামলা হয়েছিল কিনা সে বিষয়ে জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন ওই আদালত।

এ নির্দেশনা অনুযায়ী কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি গত সোমবার আদালতে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের আলোকে বুধবার দুপুরে শুনানি করেন আদালত।

Spread the love

পাঠক আপনার মতামত দিন