প্রস্তাবিত বাজেট গাঁজাখুরি: রুমিন ফারহানা

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গাঁজাখুরি বাজেট বলে মন্তব্য করেছেন
বিএনপির দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেন, এই বাজেটে জনগণের কোনো কথা নেই।

আজ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট সম্পর্কে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে জনগণের কোনো কথা নেই। করোনা মোকাবিলায় আমরা একটি অন্তর্বর্তীকালীন ছয় মাসের বাজেট প্রস্তাব করার কথা বলেছিলাম কিন্তু গতানুগতিক সেই আগের মতোই বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটে সেই প্রবৃদ্ধির কথা বলা হয়েছে, মাথাপিছু আয়ের কথা বলা হয়েছে কিন্তু বাজেটে খেটে খাওয়া মানুষের কথা বা মধ্যবিত্তের কোনো কথা বলা হয়নি।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে আমরা দারিদ্র্য ২০ শতাংশে নামিয়ে এনেছিলাম কিন্তু সেই দারিদ্র্য এখন ৪২ শতাংশ হয়েছে। নতুন করে যারা দারিদ্র্যসীমার
নিচে নেমেছেন তাদের তালিকা সরকারের কাছে নেই।

Spread the love

পাঠক আপনার মতামত দিন