অবশেষে সাকিব ক্ষমা চাইলেন।

জানা গেছে, শুক্রবার (১১ জুন) রাতেই ম্যাচ রেফারির প্রতিবেদন জমা দেয়ার কথা। এরপর সাকিবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ম্যাচের দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমান এবং ম্যাচ রেফারি মোরশেদুল আলমের প্রতিবেদনের জন্য অপেক্ষা।

এ বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, দেখেন খেলার মাঠে অনেক কিছুই হয়। আজ আবাহনী-মোহামেডানের ম্যাচে সাকিব আল হাসান অপ্রত্যাশিত কিছু করেছেন, যা আমরা ফেসবুক এবং ইউটিউব লাইভে দেখেছি। আমরা সব সময় আশা করি খেলোয়াড়রা মাঠে ইমোশনাল হবেন না। তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। তবে এ ঘটনা নিয়ে ম্যাচ রেফারি একটা রিপোর্ট দেবেন। আশা করি আজ রাতের মধ্যেই তারা রিপোর্ট দেবেন। কী অপরাধে কী শাস্তি এটা নীতিমালায় দেয়া আছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন