শরীয়তপুরে অগ্নিকাণ্ডে ৫০ লক্ষ টাকার ক্ষতি

শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগর বাজারে গতকাল সোমবার মাঝ রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মন্দীপ ঘরাই তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।

বাজারের নৈশ-প্রহরী ও এলাকা সূত্রে জানা যায়, ২৮ জুন সোমবার রাত ১১টার দিকে নৈশ-প্রহরীরা হঠাৎ বাজারের একটি দোকান ঘরে আগুনের সূত্রপাত দেখতে পায়। নৈশ প্রহরীরা তাৎক্ষণিক বাজারের মসজিদ থেকে আগুন লাগার ঘোষণা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েক হাজার লোক আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, সংবাদ দেয় হয় ফায়ার সার্ভিসকে।

সংবাদ পেয়ে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার ফলে রাত একটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Spread the love

পাঠক আপনার মতামত দিন