কবি–মোঃ মোশাররফ হোসেন,

কবি–মোঃ মোশাররফ হোসেন,

পিতামৃত,আজিজুল হক মাতাববর,মাতামৃত,হাসনে বানু,
গ্রাম–কোড়াল তলী,থানা–ভেদর গন্ঞ্জ,জেলা–শরীয়তপুর।
কবি–মোঃ মোশাররফ হোসেন বাংলা কবিতায় স্বাতন্ত্র্য আবহ তৈরী করেছেন নিজের মতো করে।এমন গাঢ় গম্ভীর স্বকীয়তা
বর্তমান সময়ে অন্য কোনো লেখকের মাঝে খুব কমই লক্ষ্য করা যায়।তার নির্মান শৈলীর নিজস্ব চেতনাকে তিনি কবিতা লেখার চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেছেন। তিনি ছোটবেলা থেকেই কবিতার সাথে জড়িত হয়ে লেখালেখির
কাজ শুরু করেন। তিনি তার শাণিত লেখনীর মাধ্যমে মেধা সিক্ত পাঠকদের বিস্মিত করে
ব্যাপক সাড়া তৈরি করেন।কবিতা রচনা দিয়েই তার সাহিত্য যাত্রা। তিনি অসংখ্য কবিতা,গল্প ও নাট্য প্রভৃতি লিখে
চলেছেন।বিভিন্ন পত্র পত্রিকায় তার অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।তিনি পেশায় সরকারী
চাকরিজীবি। তার প্রকাশিত গ্রন্থ,বীভৎস চিৎকার (২০০৩)
তার কবিতার জয় গানে বিকশিত হোক সত্য ও সুন্দরের
জাগরন।কবি দীর্ঘ জীবি হোক,
সেই কামনা করি।

Spread the love

পাঠক আপনার মতামত দিন