আমি স্বাধীনতা দেখিনি “”” ইমদাদুল হক মিলন

“””আমি স্বাধীনতা দেখিনি “””
ইমদাদুল হক মিলন

আমি স্বাধীনতা দেখিনি ¡
দেখেছি স্বাধীন দেশের রক্তিম সূর্য টা।
আমি স্বাধীনতা দেখিনি ¡
দেখেছি স্বাধীন পতাকা
চার দিকে সবুজ মাঝ খানে রক্তবেজা লাল ।
আমি স্বাধীনতা দেখিনি ¡
দেখিনি ত্রিশ লক্ষ শহীদ দের
দেখেছি তাদের রেখে যাওয়া স্বাধীন বাংলা ।
আমি স্বাধীনতা দেখিনি ¡
দেখিনি দুলক্ষ মা-বোন এর ইজ্জত হারানোর কষ্ট
শুনেছি তাদের আস্থ ত্যাগ বীরত্বের কথা
শেলুট জানাই তাদের হাজার বার।
আমি স্বাধীনতা দেখিনি ¡
দেখেছি কত মায়ের বুক খালি হতে
শুনেছি মায়ের আহাযারি।
এটা স্বাধীনতার ছেয়ে কম কি?
আমি স্বাধীনতা দেখিনি ¡
দেখিনি রাজাকার আলবদর দের
দেখেছি রাজাকার এর প্রতি ছবি ।
মুখোশ পরে থাকা ভালো মানুষ এর ভিতর কাফির দারজাল ।
আমি স্বাধীনতা দেখিনি ¡
শুনেছি মায়ের মুখের স্বাধীন ভাষা ।
আমি স্বাধীন ,
স্বাধীন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন