শরীয়তপুরে ইরি- বোরো সেচ মৌসুমে অগভির নলকূপ লাইসেন্স বিতরন

নিউজ ২৪লাইনঃ
নুরুজ্জামান শেখ,শরীয়তপুর থেকে।

শরীয়তপুর সদর উপজেলায় ইরি- বোরো সেচ মৌসুমে অগভীর নলকূপ লাইসেন্স বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র। ৮ জানুয়ারি ২০২৩ বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলার সভাকক্ষে ইরি- বোরো সেচ মৌসুমে অগভীর নলকূপ লাইসেন্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইরি- বোরো সেচ মৌসুমে অগভীর নলকূপ লাইসেন্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলি হালদার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সরকারি প্রকৌশলী, বিএডিসি শরীয়তপুর জোন, শরীয়তপুর।শরীয়তপুর সদর উপজেলা ৫ টি ইউনিয়নের ১২ জন কৃষক এর হাতে মৌসুম শুরুর আগেই লাইসেন্স গুলো তুলে দেয়া হয়। ডিজেল এর মূল্য বৃদ্ধি পাওয়া বিদ্যুত সংযোগে চলবে এসব অগভীর নলকূপ। প্রতিটি সেচ পাম্প এর সাহায্যে প্রায় ১৫ একর করে মোট ১৮০ একর জমিতে জ্বালানি সাশ্রয়ে সেচ দিয়ে ইরি চাষ সম্ভব হবে। মৌসুম শুরু আগেই এভাবে কোন ধরনের হয়রানি অদৃশ্য কালক্ষেপন ব্যতিত দ্রুততম সময়ে সেচ লাইসেন্স হাতে পাওয়ায় তাদের মুখে আনন্দের হাসি ফুটে উঠে। ইরি-বোরো সেচ মৌসুমে অগভীর নলকূপ লাইসেন্স বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জ্যোতি বিকাশ চন্দ্র, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Spread the love

পাঠক আপনার মতামত দিন