ভেদরগঞ্জে ইউএনও‍‍ ও সহকারী কমিশন (ভুমি)র হস্তক্ষেপে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আমান আহমেদ সজিব //ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজার সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার(১৬ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশন (ভুমি) ইমামুল হাফিজ নাদিম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় দখলদার ব্যক্তিকে এখানে কোন প্রকার স্থাপনা না করার নির্দেশ প্রদান করেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, এই বাজার টি অধিকাংশ জমিই ১নং খতিয়ানে, এখানে ইস্টামে বেচা কি না হয়।

এসময় স্থানীয় চরসেনসাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালা বলেন, আমার বাবা আলহাজ্ব ইউনুস বালা এই জমির এস আরএস খতিয়ানে মালিক বি আর এস খতিয়ানে সরকারি হওয়ায়। উপজেলা প্রশাসন এসে এখানে অভিযান পরিচালনা করে। আমরা প্রশাসনকে সর্বাদিক সহযোগিতা করবো।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলা প্রশাসক স্যারের কাছে কে বা কারা,বলেন চরসেনসাস ইউনিয়নের বালার বাজরে খাশ জমিতে দোকান ঘর স্থাপনা করতেছে, আমরা সেই মোতাবেক এসে দেখতে পাই। কাগজ দেখে, আমরা দোকান ঘরটি উচ্ছেদ করে দিচ্ছি। সরকারি জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যহত থাকবে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন