জাজিরায় ১৩৩ টি গৃহহীন পরিবার পাচ্ছে চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর

নিউজ২৪লাইন:
জাজিরা (শরীয়তপুর)সংবাদদাতা :পদ্মা নদী বেষ্টিত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মানুষ প্রতিবছরই শিকার হয় ভয়াল নদীভাঙ্গনের।মাইলের পর মাইল নদীগর্ভে বিলীন হয়ে যায় এ এলাকার শত শত একর ভূমি। এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনা করে জাজিরা উপজেলায় ২৮৮ টি চরাঞ্চলের বিশেষ শ্রেণির ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে যার মধ্যে ১৩৩ টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে, যা শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে হস্তান্তর করবেন।এই ঘরগুলো দুর্যোগ সহনীয় এবং সহজেই অন্যত্র হস্তান্তর করা যায়।তাই স্থানীয় জনসাধারণ এই ঘর পেয়ে আনন্দিত। উল্লেখ্য জাজিরা উপজেলায় ইতিমধ্যে তিন ধাপে ৪১৯ টি আশ্রায়নের ঘর হস্তান্তর করা হয়েছে।

জাজিরা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুল হাসান সোহেল জানান,জাজিরা উপজেলার ভৌগলিক অবস্থান বিবেচনা করে উপজেলা মনিটরিং কমিটির সুপারিশের আলোকে এই চরাঞ্চলের বিশেষ শ্রেনীর ঘর নির্মাণ করা হয়েছে, ভাঙনের শিকার হলে সহজেই ঘরটি খুলে অন্যত্র সরিয়ে নেয়া সম্ভব হবে,তাই মানুষের গৃহ যেমন রক্ষা পাবে,আবার সরকারেরও পুনরায় ঘর তৈরি করে দিতে হবে না।তাই এই চরাঞ্চলের ঘর টেকসই এবং দুর্যোগ সহনীয় হবে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন