শরীয়তপুর জেলা প্রশাসক কর্তৃক স্বাধীনতা দিবসে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়

নিউজ২৪লাইন:
নুরুজ্জামান শেখ, শরিয়তপুর থেকে।

জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য, জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বেশি ঈশ্বর- কবিদের সেই উক্তিটি বাস্তবে আংশিক রূপ দেওয়ার চেষ্টা করলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। ইতিমধ্যেই জেলা প্রশাসক শরীয়তপুর জেলার শ্রমজীবী অসহায় নিম্ন আয়ের মানুষের কাছে প্রিয় ব্যক্তি হয়ে উঠতে সক্ষম হয়েছেন। সেবাই মানুষের ধর্ম সেই প্রত্যয় নিয়ে শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে বৈরী আবহাওয়ার ভিতরে “শ্রমজীবী মানুষের মুখে তুলে দেই ক্ষুধার অন্ন” এই শিরোনামের ব্যানারে সদর উপজেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে শ্রমজীবী অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করেন। জেলা প্রশাসকের সহযোগী হিসেবে জেলার প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড় এবং ধানুকাবাজার এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র এবং মনোহার বাজার মোড়ে এনডিসি অভিজিৎ সূত্রধর এবং কোট মোড়ে পুলিশ বক্স এর সামনে সহ- কমিশনার সোহেল, বাস স্ট্যান্ড এলাকায় সহ- কমিশনার মামুন এবং প্রেমতলার মোড়ে সহ- কমিশনার আসিফ হায়দার এর নেতৃত্বে ২০০ প্যাকেট করে পাঁচটি স্থানে ১০০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়াতে প্রতিটি নিম্ন আয়ের মানুষ খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছে। আমাদের অভিভাবক অত্যন্ত কর্মঠ সুযোগ্য জেলা প্রশাসক এরে নির্দেশনা মোতাবেক শুধুমাত্র নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। খাবার বিতরণ এর সময় কয়েকটি জায়গায় স্যার নিজে উপস্থিত থেকে বিতরণ টিমকে উজ্জীবিত এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। তার এই উদ্যোগ এর অংশ হিসেবে পুরো রমজান মাসে প্রতিদিন একশত জনের জন্য খাবার বিতরণ চলবে। এই মহৎ কাজের সহযোগিতা করেছেন শরীয়তপুরের ৭১এর চেতনা সংগঠন এবং সদর উপজেলা প্রশাসন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন