প্রথাবিরোধী লেখক, কবি ও প্রাবন্ধিক নাসের ভুট্টো

কবি ও প্রাবন্ধিক নাসের ভূট্টো তিনি মুলত কবি। তিনি ১৯৭৬ সালে ২৬ মার্চ কক্সবাজার জেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালীর সিকদার পাড়া গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা প্রয়াত মোখতার আহমদ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমাজ কর্মী। মা প্রয়াত রেগন আরা বেগম ছিলেন গৃহিণী।

তিনি পত্রিকার সম্পাদনা, মিড়িয়ার তথাকথিত সাংবাদিক, ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানেে দাসশ্রমিক, মানুুুষকে পুুুজা না করে ফিরে আসা, জোট সরকারের শাসনামলে রাজনীতির নোংরা ব্যাকরণের শিকারে কারাবরণ এবং সে সম্পর্কে পোক্ত ধারণা।

সাহিত্য চর্চার পাশাপাশি তিনি “কবিতা বাংলার সদস্য-ঢাকা”। “লোক বাংলার সম্পাদক- ককসবাজার”।

তাঁর চারটি কাব্যগ্রন্হ ও একটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

♦কাব্যগ্রন্হঃ ১. অনিবার্য ধুলো রোজই ওড়ে।বইমেলা ২০১৬ ইংরেজী

 

♦কাব্যগ্রন্থ ২. দীঘি ভরা প্রাচীন মেঘ. বইমেলা ২০১৭ইংরেজী

 

♦কাব্যগ্রন্থ ৩. অন্তঃস্হ স্মৃতির কোঁচড়। বইমেলা ২০১৮ইংরেজী

 

♦কাব্যগ্রন্থ ৪. ঈশ্বর এবং অন্ধকার সমুদ্র। বইমেলা ২০১৮ ইংরেজী

 

★ উপন্যাস ১. মফস্বলের একজন বামপন্হী, বইমেলা ২০১৯।

 

♦সম্প্রতি তার কাব্যগ্রন্হ ” বিনয়াবনত “প্রকাশিত হবার পথে।

 

এই প্রথাবিরোধী লেখক ও কবি কে news24line.com এর পক্ষ থেকে অভিনন্দন।।

Spread the love

পাঠক আপনার মতামত দিন