পেয়াজের আড়তে অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা..

নিউজ২৪লাইন ডেস্ক:

 

দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পাইকারি বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার রাজধানীর শ্যামবাজার ও ধানমন্ডি এলাকার বাজার তদারকি করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আরেফিন ও মো. মাগফুর রহমান। সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

Spread the love

পাঠক আপনার মতামত দিন