টর্নেডো আঘাতে বিধ্বস্ত বাড়ি-ঘর পরিদর্শণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

শরীয়তপুর প্রতিনিধি ঃ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে একটি মিনি টর্নেডো আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮ টার দিকে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শাড়ির হাট এলাকায় এ টর্নেডো আঘাত হানে। টর্নেডো’র আঘাতে আনুমানিক ২৪/২৫ টি ঘর সম্পূর্ণ এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়।

টর্নেডো আঘাত হানার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত বাড়ি-ঘর পরিদর্শণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

পরিদর্শণ শেষে সম্পূর্ণ বিধ্বস্ত ঘরের ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে এবং আংশিক বিধ্বস্ত ঘরের ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ

Spread the love

পাঠক আপনার মতামত দিন