শরীয়তপুরের ডামুড্যায় যৌতুকের জন্য স্ত্রীকে অমানবিক নির্যাতন ও মারধর , পলাতক অভিযুক্ত আলাউদ্দিন

শরীয়তপুর প্রতিনিধি ঃ
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌতুকের জন্য সুলতানা (৩২) নামে এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আলাউদ্দিন খাঁ’র (৪০) বিরুদ্ধে থানায় মামলা করেছে নির্যাতিতা ওই নারী। আলাউদ্দিন খাঁ ডামুড্যা উপজেলার সিধলকুড়া গ্রামের মৃত হাসান খার ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ১৩ বছর পূর্বে পারিবারিক ভাবে আলাউদ্দিন ও সুলতানার বিয়ে হয়। সংসার জীবনে তাদের কোনাে সন্তানাদী নেই । গত দুই বছর আগে আবদুল্লাহ নামে একটি ছেলে সন্তান দত্তক নেন তারা। বিয়ের পর থেকেই স্বামী আলাউদ্দিন খাঁ তার স্ত্রী সুলতানাকে বাবার কাছ থেকে যৌতুক এনে নিতে চাপ দেন এবং যৌতুক এনে না দিলে বিভিন্ন সময় সুলতানাকে মারধর করতেন। যার কারণে বিভিন্ন সময় সুলতানা বলেন তার বাবার কাছ থেকে ১০ থেকে ১২ লাখ টাকা এনে দিয়েছি প্রায় ১বছর আগে ও নতুন বাড়ি করতে ২ লাখ টাকা এনে দিয়েছি স্বামী আলাউদ্দিনকে দেন। কিছুদিন পূর্বে আবারও সুলতানাকে তার বাবার কাছ থেকে আরও এক লাখ টাকা এনে দিতে বলেন। সুলতানা টাক এনে দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে সুলতানাকে এলােপাথারী কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সুলতানা তার পালিত ছেলে আবদুল্লাহকে নিয়া বাবার বাড়িতে চলে যায় । গত ৩ জুলাই সকালে সুলতানা তার পালিত ছেলে আব্দুল্লাকে নিয়ে সিধলকুড়া স্বামীর বাড়ি গেলে যৌতুকের এক লাখ টাকা না নিয়ে যাওয়ায় স্বামী আলাউদ্দিন ও তার ভাবি, ভাই, বাড়ির উপরে বিয়ে দেওয়া বোন মিলে সুলতানাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুসি মারতে থাকে এবং চুলের মুঠি ধরে তলপেটে ও কোমরে লাথি মেরে নীলা ফুলা জখম করে। পরে ধাক্কা মেরে লেবু বাগানের কাটার উপর ফেলে দেয় । এসময় সুলতানার ডাক চিৎকার দিলে আশপাশের লােকজন এসে তাকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে গৃহবধূ সুলতানা কিছুটা সুস্থ্য হয়ে যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে স্বামী আলাউদ্দিনের বিরুদ্ধে ডামুড্যা থানায় মামলা দায়ের করেন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন