শরীয়তপুরের সখিপুরে ডাকাতি করতে এসে ১জনকে কুপিয়ে জখম ডাকাত দলের ১ নারীসহ ৪ জন গ্রেপ্তার

নিউজ ২৪লাইনঃ
আমান আহমেদ সজীব // শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর উওর তারাবুনিয়ার ইউনিয়নের মৃর্ধা কান্দি গ্রামে (২ অক্টোবর) গভীর রাতে ডাকাতি করতে এসে একজন ডাকাত জনতার হাতে আটক হয়েছে,
অন্যদিকে ০৬ নং ওয়ার্ড এর যুবলীগএর সাংগঠনিক সম্পাদক মৃর্ধা কান্দি গ্রামের জাহাঙ্গীর মৃর্ধা (২৭) নামে এক যুবক কে ডাকাত দলের লোকজন দেশি অশ্র দিয়ে কুপিয়ে আহত করেছেন। তাকে স্থানীয়রা ধরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এবং ডাকাত দলের ১ জনকে ধরতে সক্ষম হয় স্থানীয় জনতা।

ডাকাত দলের সদস্য সুজন মিয়া জানান
ডাকাতী দলের প্রধান ছিলেন সুমন ওরফে সুমা, পিতা, শহিদ মোল্লা, সখিপুর ইউনিয়ন এর বাসিন্দা, সুজন (২৬) পিতা,নান্টু মিঝি, চাদপুর পুরান বাজার লোহার পুল, ৩/বিল্লাল মিয়া (৩৮) চাঁদপুর পুরান বাজার লোহার পুল,৪/ রাসেল(২২)চাদপুর বড় স্টেশন, দলে নতুন এসেছ তার নাম যানা নাই বলেন জানান ডাকাত সদস্য সুজন মিয়া। এদিকে আটককৃত ডাকাত দলের সদস্য সুজন মিয়ার তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ হাওলাদার, ও উওর তারাবুনিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ সরকার, ঘটনাস্থল পরিদর্শন কালে ৩ টি দেশি অশ্র উদ্ধার করে কবরস্থান এর পাশ থেকে। এবং এক নারীসহ মোট চার জনকে আটক করে সখিপুর থানা পুলিশ। .

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান। রাত আনুমানিক ১ টা দেখি ২থেকে ৩ জন লোক দেখতে পাই। জাহাঙ্গীর আমাকে নাম ধরে ডাকা ডাকি করেলে একপর্যায়ে জাহাঙ্গীর কে ডাকাত দল ছুরি দিয়ে কোপ মারে। আমি দৌড়ে আসলে ডাকাত দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি সবাইকে ডাকা শুরু করলাম
সবাই চলে আসে একজন ডাকাত পাশের একটি ছোট পুকুরে,জাপ মারে। এলাকার লোকজন তাকে আটক করে। অন্যদিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকে। জাহাঙ্গীর মৃর্ধা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়
এখন তার অবস্থা খুবই খারাপ।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন সরকার জানান মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। ডাকাত দলের এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার।যাতে করে এই বিচার দেখে পরবর্তীতে আর কেউ এরকম দুঃসাহস করতে না পারে। আমরা চরাঞ্চলের মানুষ যাতে করে একটু শান্তিতে ঘুমাতে পারি। আমাদের উত্তর তারাবুনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ সরকার যেই ভুমিকা রেখেছেন। যার জন্য আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এবেপারে উওর তারাবুনিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ সরকার বলেন। গত রাত আনুমানিক একটার দিকে আমার কাছে ফোন আসে আমার ইউনিয়নে ডাকাত ঢুকেছে আমি সাথে সাথে ঘুম থেকে উঠে যাই।
জানতে পারি মৃর্ধা কান্দি ও খালাশী কান্দি ০৬নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মৃর্ধা কে ডাকাত সদস্যরা তাকে ছুরি দিয়ে আঘাত করে
আমি ঘটনাস্থলে এসে তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়ে দিই। তার অবস্থা খারাপ দেখায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । এবং আমরা এলাকার লোকজন নিয়ে একজন ডাকাত সদস্য কে আটক করতে সক্ষম হই। তার সাথে জড়িত থাকা চাঁর জন পালিয়ে যায়। এবং তার সাথে আরো সহযোগী এক নারীসহ চার জনকে আমরা জনগনকে নিয়ে আটক করেছিলাম। উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয় কে বিষয়টি অবগত করেছি। সখিপুর থানা পুলিশ কে খবর দিলে ডাকাত দলের চার জনকে পুলিশ নিয়ে যায়। এবং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ হাওলাদার বলেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় চার জনকে আটক করেছি,ডাকাতি এবং অশ্র আইনে দুটি মামলা হয়েছে, মারধর এবং জখম করায় আরেকটি
মামলার প্রস্তুতি চলছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন