মামলা থেকে জামিন পেয়ে যুবলীগ নেতার মোটর বাইক র‍্যালি ও আলোচনা সভা।

আমান আহম্মেদ সজিব// শরীয়তপুরঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ইদ্রিস আলী মাদবর এর ছেলে সখিপুর থানা যুবলীগ এর আহ্বায়ক কমিটির সদস্য ও থানা মুক্তিযোদ্ধা কমান্ড সাধারণ সম্পাদক ওয়ালিদ মাদবর হত্যা মামলা থেকে জামিন পাওয়ায় তার সমর্থকদের এলাকায় জুড়ে মোটর বাইক এর শোভা যাত্রা
ও ঘটনার বিষয়ে এলাকা বাসীকে অবগত করার জন্য আলোচনা সভার আয়োজন করেছে।

(১৭সেপ্টেম্বর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটর বাইক সোডাউন শেষে তার নিজ বাড়িতে এ আলোচনার কাজ সম্পুর্ন করা হয়।

এসময় তার বিরুদ্ধে ধায়েরকৃত মামলাকে মিথ্যা আখ্যায়িত করে ওয়ালিদ মাদবর বলেন আরশিনগর ইউনিয়ন এর বাসীন্দা মোবারক পাঠানের ছেলের সামাজিক অনুষ্ঠানে আমি না গেলে
সেই অনুষ্ঠানে কেউ যাবেনা। পরে আমাকে জোর করে
যাবার জন্য। (০১ আগস্ট) রবিবার সকালে জাহাঙ্গীর বেপারীর ট্রলারে ১৭ থেকে ১৮ জন লোক নিয়ে মোবারক পাঠানের ছেলের শশুর বাড়ির একটি সামাজিক অনুষ্ঠানে গাছচর নামক জায়গায় যাই ।

তিনি আরো জানান আমরা সেই সামাজিক অনুষ্ঠান থেকে ট্রলারে ফেরার সময় পানি অল্প থাকায়। আমাদের ট্রলারটা মাটিতে আটকে বেশ কয়েক বার ট্রলার বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে ওরা ট্রলার হতে নেমে ধাক্কা দিয়ে চলতে সহায়তা করে। কিন্তু এক পর্যায়ে ট্রলারের পাখা ভেঙ্গে যায়। তারপর ঐ ভেঙ্গে যাওয়া পাখা ঠিক করতে নূর মোহাম্মদ যাবার সময় পা পিছলে পরে গিয়ে অচেতন হলে। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু ডাক্তার বলেন,তিনি মারা গেছেন। পরে আমরা লাশ নিয়ে নুর মোহাম্মদ খালাসীর বাড়িতে এসে দাফনের ব্যবস্থা করি। তার সুত্র ধরে ১০ জন কে আসানী করে বিজ্ঞ চীফ জিডিসিয়াল ম্যাজিঃ আমলী আদালত গোসাইরহাট শরীয়তপুর ধারা ৩০২/ ১০৯/ ৫০৬(!!)/ ৩৪ পেনাল কোড। আমাদের বিরুদ্ধে মামলা ধায়ের করে। যারা ঐ ট্রলারে ছিলোনা তাদের বিরুদ্ধে ও মামলা দেওয়া হয়।

এসময় অনান্যদে মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা
মাষ্টার ইদ্রিস আলী মাদবর। তিনি জানান আমার ছেলে ওয়ালিদ মাদবর সহ যে কয়েকজন কে মামলা দেওয়া হয়েছে সকলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারণ সম্পাদক দুলাল সৈয়াল।

মনেয়ার হোসেন মানিক মাঝী।
ও দিদারুল শিকদার বলেন
ওয়ালিদ মাদবর সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন,, দুলাল সৈয়াল সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শরীয়তপুর।
ফারুক আলম রারী সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শরীয়তপুর,
তপু সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড
পালং শরীয়তপুর, রাহিমা আক্তার সভাপতি সখিপুর থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সুরুজ উকিল সহ-সভাপতি সখিপুর থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিবি হাওয়া সদস্য সখিপুর থানা আওয়ামীলীগ, আরশিনগর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আকলিমা, মাকসুদা বেগম সভাপতি আরশিনগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ, নাদিরা বালা সাধারণ সম্পাদক আরশিনগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ,
আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ও ছাত্রলীগ,যুবমহিলালীগ সহ আরশিনগর ইউনিয়ন এর জনসাধারণ প্রমুখ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন