রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় মামলা

নিউজ২৪লাইন: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবউল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নম্বর – উখিয়া থানা/১২৬। এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের অফিসে গুলিতে নিহত হন রোহিঙ্গাদের অন্যতম নেতা মুহিবুল্লাহ।

মামলার এজাহারে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে আসামির সংখ্যা কত সে প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো তথ্য তাৎক্ষণিক পাওয়া যায়নি।

১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হওয়ার ঘটনায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা উখিয়া থানায় করা হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা হয়েছে। প্রচলিত আইনে এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।

Spread the love

পাঠক আপনার মতামত দিন