রাজধানী বাড্ডায় প্রতিপক্ষের আঘাতে গৃহবধূ নিহত

নিজিস্ব প্রতিবেদকঃ

রাজধানীর উত্তর বাড্ডা বেড়াইদ এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রুবিনার ছেলে তানভীর হাসান মুন্না (২৪) ও তানভীরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।রোববার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বেরাইদ বড় পাড়া রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টায় রুবিনাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবিনা ২ ছেলের জননী। তার স্বামী শরিফ হোসেন জমির ব্যবসা করেন।

 

রুবিনার ছেলে তানভীর জানান, তাদের বাড়ির দাগ নম্বর ১৪৮৪। বাড়ির এই জমি নিয়ে নিহতের চাচাতো ভাই শহিবুর সঙ্গে তাদের দ্বন্দ্ব ও কোর্টে মামলা চলছে। শহিবুর প্রভাবশালী ও মাদক ব্যবসায় জড়িত। দুপুরে শহিবুর তার তিন ছেলে ফয়সাল, বাদশা ও মিনহাজসহ ১৫-১৬ জনকে নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তাদেরকে মারধর করতে শুরু করলে রুবিনা তাদেরকে বাধা দিতে যায়। তখন তার মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুর। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে।বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়েই আমি হাসপাতালে এসেছি। লাশের সুরতহাল প্রতিবেদন করছি। আমাদের আরেক টিম ঘটনাস্থলে কাজ করছে। এলাকাতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরের এই ঘটনায় এই নারী নিহত হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় তার ছেলেসহ আরও দুইজন আহত হয়েছেন।

Spread the love

পাঠক আপনার মতামত দিন