সকল রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী সম্পৃক্ত করার লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 

উখিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে “ গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিক নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীদের সম্পৃক্ত করা হয় এবং এই শর্ত সামনে পুরণের জন্য সংশ্লিষ্ট নতুন আইন যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয় . ” এই দাবী সামনে রেখে ১ নভেম্বর ২০২১  তারিখ রোজ সোমবার সকাল ১০:৩০ মিনিটে উপজেলা / প্রেস ক্লাব সংলগ্ন সড়কে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন নিয়ে একটি মানববন্ধন কর্মসূচী এবং মানববন্ধন কর্মসূচী পালন শেষে স্থানীয় প্রশাসন , রাজনৈতিক দলের প্রতিনিধি , নির্বাচন কমিশন এবং প্রেস ক্লাবের সভাপতি / সাধারন সম্পাদকের নিকট স্মারক লিপি প্রদান করা হয় । উক্ত আয়োজনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধি , সুশীল সমাজের প্রতিনিধি , সাংবাদিক এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে , ২০০৯ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও ) -১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রিয় কমিটিসহ জেলা , উপজেলা , ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটিতে ২০২১ সালের মধ্যে ৩৩ % নারীর প্রতিনিধিত্ব থাকার কথা এবং এই লক্ষ্যমাত্রা ২০২১ সালে অর্জিত হওয়ার কথা । কিন্তু এ ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন , ২০২১ প্রণয়নে কাজ চলছে যেখানে কমিটিসমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেধে দেওয়া হয়নি । অদ্য আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি কামরুন্নেছা বেবী । এ ছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নির্বাচিত নারী প্রতিনিধি মোছা : খুরশিদা বেগম, কামরুন্নেছা, দাবী উত্থাপন করেন নারীনেত্রী তানজিনা নাঈম, জান্নাতুল বকেয়া।  তারা তাদের আলোচনায় স্থানীয়ভাবে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হন , বিশেষ করে তাদের অধিকারসমূহ তারা সঠিকভাবে পাচ্ছেন না , তাদের কর্ম ক্ষেত্রে জেন্ডার সমতার পরিবেশ এখনও তৈরী হয়নি , নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচন করেন । এ ছাড়া তারা দাবী করেন রাজনৈতিক দলের সকল কমিটিতে আরপিও অনুযায়ী ৩৩ % নারীদের সম্পৃক্ত করার বিষয়ে । উক্ত আয়োজনে সহযোগিতা করেন “ অপরাজিতা ” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প, “খাঁন ফাউন্ডেশন সংস্থা” ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন