শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেখ নজরুল ইসলাম,শরীয়তপুর

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও তাঁর কর্মীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা,কর্মিদের মাইরধর, মাইক ভাঙচুর,পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিদ্রোহী প্রার্থী মো অানোয়ার হোসেন হাওলাদার ৷

আনোয়ার হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, অাংগারিয়া ইউনিয়নের নৌকার প্রার্থী অাসমা অাক্তার একজন বিএনপি পদধারি নেত্রী ছিলেন ! বর্তমানে তার পরিবারের সকলেই বিএনপির সাথে জরিত অাছে ! তিনি কিভাবে নৌকা পেলেন তা অামার মাথায় অাসে না ! অামি অামার সমর্থকদের নিয়ে প্রচারে নেমে নানা ধরনের হামলার শিকার হচ্ছি। অামার নির্বাচনী পোস্টার টানানোর সাথে সাথেই ছিঁড়ে ফেলা হচ্ছে । অামার দুই তিনটা প্রচার মাইক ছিনিয়ে নেওয়া হয়েছে। অামি এলাকায় ভোট চাইতে গেলে অামার উপর ককটেল নিক্ষেপ করে অামার সমর্থকদেরকে মাইরধর করা হয়েছে ৷
এ ছাড়া অাসমা অাক্তারের কর্মীরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এ ব্যাপারে অামি জেলা নির্বাচন কার্যালয়ে অভিযোগ করলেও তারা কার্যকরী কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন। ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি অাকর্ষণ করেন অানোয়ার হোসেন হাওলাদার।

Spread the love

পাঠক আপনার মতামত দিন