জয়নগরে নির্বাচনী প্রচারণায় বাধাঁ ও কর্মিদের হুমকির অভিযোগ

নিউজ২৪লাইন:

শেখ নজরুল ইসলাম

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মোটরসাইকেল প্রার্থী অামিনুল ইসলাম মিন্টু কাজীর প্রচারণায় বাঁধা ও তার কর্মিদের মাইরধর সহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চশমা প্রার্থী ইসমাইল হোসেন খানের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, চশমা প্রার্থীর লোকজনের হাতে মাইরধরের শিকার হতে হচ্ছে মোটরসাইকেলে প্রার্থীর সমর্থকদেরকে। ভুক্তভোগী প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চশমা প্রার্থী ইসমাইল হোসেন খান ৷

ভুক্তভোগী অামিনুল ইসলাম মিন্টু কাজী বলেন,অামার জনজোয়ার দেখে অামার মোটরসাইকেল প্রতীকের প্রচারণা কাজে বাঁধা এবং আমার কর্মিদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে চশমা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন খান ও তার সাঙ্গপাঙ্গরা। তারা বলে, অামার কোন কর্মিকে ভোট চাইতে দিবে না ৷ ইতি মধ্যে অামার প্রচারনার মাইক ও গাড়ি ভাঙচুর করছে,পোষ্টার ছিরছে,অামার কর্মিদের মাইরধর করছে ৷ তাদের নির্বাচনের পরে হাত পা ভেঙে প্রাণনাশের হুমকি দিতাছে । শুধু তাই নয় অামার নামেও তারা মিথ্যা প্রচার করতেছে ৷ তারা উচু গলায় বলতেছে ভোট নাকি কেটে নিয়ে যাবে ৷ তাই অামি খুবই সঙ্খিত ৷ অামি এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগও দিয়েছি ৷ অামি মিডিয়ার মাধ্যমে নির্বাচন সুষ্ঠ করার জন্য প্রশাসনের সূদিষ্টি কামনা করছি ৷

অভিযুক্ত চশমা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। আমরা কাউকে প্রচারণায় বাঁধা দিচ্ছি না। বরং তারাই অামার মাইক,গাড়ি ভাঙচুর করেছে।’অামার কর্মিদের ভয়ভিতি দেখাইতাছে ৷ এ ব্যাপারে জাজিরা থানার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন,এই বিষয়ে অামার কাছে কেউ অভিযোগ করে নাই ৷ আমি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব ।

 

Spread the love

পাঠক আপনার মতামত দিন