অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ২৪লাইন: টিটুল মোল্লা,

শরীয়তপুরে অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ শরীয়তপুরের উদ্যোগে কর্মশালাটি বুধবার(২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় শরীয়তপুর পৌরসভার সভাকক্ষে জেলা সুজন সভাপতি এ্যাড. রাশিদুল হাসান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
জেলার প্রায় ৩০ জন নবীন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সত্যজিৎ ঘোষ ও শরীয়তপুর ইলেক্ট্রিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শহিদুজ্জামান খান।
অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক বিভিন্ন বিষয় এসময় ট্রেইনাররা নবীনদের মাঝে তুলে ধরেছেন। ব্যতিক্রমধর্মী এ কর্মশালা পেয়ে জেলার নবীন সাংবাদিকরা সাংবাদিকতায় আরো উৎফুল্লা হবেন বলে আশা প্রকাশ করেছেন সুজন নেতৃবৃন্দ। জেলার নবীন সাংবাদিকদের মাঝেও দেখা গেছে সাংবাদিকার নতুন আশার আলো।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সুজনের অন্যতম কার্যকরি সদস্য এ্যাড. আজিজুর রহমান রোকন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, ক্রিড়া বিষয়ক সম্পাদক মাশহুর খান প্রমুখ।

Spread the love

পাঠক আপনার মতামত দিন