নড়িয়া উপজেলায় ডিঙ্গামানিক ইউনিয়নের একটি কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট

নিউজ২৪লাইন:

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ডিঙ্গামানিক ইউনিয়নের একটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে বলে জানানো হয়েছে। এতে পরাজিত প্রার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (৫ জানুয়ারি) নড়িয়া উপজেলায় ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনার পর কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তারা জানান, ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে শতভাগ ভোট কাস্টিং হয়েছে। ওই কেন্দ্রের দুই হাজার ২২৬ ভোটারের সবাই ভোট দিয়েছেন। এরমধ্যে এক হাজার ৫৫৪টি বৈধ বাকি ৬৭২টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

তবে স্থানীয়দের দাবি, ওই ওয়ার্ডের প্রায় তিন শতাধিক লোক প্রবাসে থাকেন। এছাড়াও প্রায় শতাধিক ভোটার মারা গেছেন। তাদের ভোট দিলো কে?

এই কেন্দ্রে আবার ভোটগ্রহণের দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসাইন খান। আনারস প্রতীকের এই প্রার্থীর দাবি, ‘৩ নম্বর ওয়ার্ডে কীভাবে শতভাগ ভোট কাস্ট হয়? এই ওয়ার্ডের অনেক ভোটার মৃত। অনেকেই প্রবাসে ও ঢাকায় আছেন। এই কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমি এই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছি।’

ইতালির ভেনিসে থাকা শাকিল হাওলাদার নামে এক প্রবাসী তার ফেসবুকে লেখেন, ‘আমি ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমিসহ অনেকে প্রবাসে রয়েছেন। আমার কাকাসহ অনেকেই মারা গেছেন। তাহলে শতভাগ ভোট পড়েছে কীভাবে। আমিসহ অন্য প্রবাসী ও মৃতদের ভোট কে দিলো?’

আরেক পরাজিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম শান্তু চৌধুরীর দাবি, ‘প্রিসাইডিং কর্মকর্তা ঘুষ খেয়ে এ কাজ করেছেন। আমার ঘোড়া মার্কার ভোট চশমা আর আনারসের বান্ডিলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাকে ফেল করানো হয়েছে। এ ছাড়াও ৩ নম্বর ওয়ার্ডের আমার ঘোড়া মার্কার ভোট ডাবল সিল মেরে নষ্ট করে দিয়েছে। আমি মামলা করবো।’

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রমজান আলী বাংলা ট্রিবিউনের কাছে দাবি করেন, ‘ভুলে বাতিল ও কাস্টিং ছাড়া ভোট একসঙ্গে করে ফেলেছিলাম। প্রথমে আমি এটা বুঝিনি, পরে ঠিক করে দিয়েছি।’

নড়িয়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা প্রিসাইডিং কর্মকর্তার ভুল। পরে ঠিক করে দেওয়া হয়েছে। রেজাল্টে কোনও পরিবর্তন হয়নি।’

ওই ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ সরকার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন

সুত্র:বাংলা ট্রিবিউন

Spread the love

পাঠক আপনার মতামত দিন